ত্খত
- সিফাত মৃধা ১৮-০৫-২০২৪

আজি বিশ্বের বুকে তখ্ত জুড়ে পাপাচারীর মেলা।
মানুষ নামক প্রাণী হলেও মানুষ খায় তারা,
ওপরে তাহারা করিছে লাজ ভিতরে করিছে খেলা
এমন সুন্দর মুখটি যেনো স্বর্গের দেবতা।
কে বলিবে সেই কথা কে করিবে ফাস,
এই মিথ্যার মুখশে লুকিয়ে থাকা সাজ -
এক হিংস্র জাতির কথা।
সকলেই তো জানে সত্য কেইবা জানেনা,
তবুও তারা চুপ হয়ে আছে আজো,
ভয়ে কাঁপিছে ঠনঠন।
ভয়ের রশি গলায় তাদের -
আজান্তেই পড়ায়েছে কারা?
এবার সময় হয়েছে ভয়কে করিবার জয়!
ছিড়ে ফেলো ওই গলার দড়ি মুক্ত করো নিজ সত্তা।
ভেঙে ফেলো ওই তখ্ত খানি-
যাহাতে চড়িয়া লোকে করিছে খেলা,
যাহাতে বসিয়া ভন্ডরা করিছে স্বার্থের জয়,
থাকিতে শত মানিক লুট করে খায় গরীবের ধন।
পুরিয়ে ফেলো ওই তখ্ত যাহাতে-
লেগে আছে গরীবের রক্ত,
ভেঙে ফেলো গুড়িয়ে ফেলো!
সে তখ্ত সাথে ভেঙে ফেলো ওই কেল্লা,
যাহার সাক্ষী দিচ্ছে তাহার দম্ভে পড়িয়া -
লোকে হারায়েছে আপন সত্তা।
যদি কেউ বাধা দেয় ওখানেই কবর খুড়ো
পুতে ফেলো সকল পাপাচার,
আর পুতে ফেলো সেই অনুসারীদের
যাহাদের করণে রাজা হয়েছে ভগবান।
সর্বকালের শেষ্ঠ শিক্ষা গড়ে ফেলো তুমি,
সত্যের জয় সর্বকালে রয় মিথ্যা ধ্বংস হয়।
ভয় করোনা হে মানব সত্তা ভয় করিবে কিসে
জেনে রাখো তুমি আর সে গড়া রক্তে মাংসে।




০৯:৩৩ প্রভাত
৩ই মাঘ ১৪৩০ বঙ্গাব্দ
১৭ই জানুয়ারি ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।